
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশ্লীল বক্তব্য, ও সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সন্ত্রাস, নৈরাজ্য দিবালোকে মানুষ হত্যা এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে পলাশবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিএনপি ও সকল
অঙ্গ সংগঠনের নেতৃত্বে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল এর সভাপতিত্বে সারাদেশে নৈরাজ্য এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটাক্ষকারীকে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং আগামী ফেব্রুয়ারি মাসে মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি কের বক্তব্য রাখেন উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মউদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুত্তালিব সরকার বকুল, উপজেলা যুবদলের সভাপতি রাজু আহমেদ ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্রকে হুশিয়ার উচ্চারণ করে বলেন ভবিষ্যতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য দিলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।