
নীলফামারীর জলঢাকা পৌরসভায় খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয়( ওএমএস) ডিলার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়। ২০ শে জুলাই বিকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন,জলঢাকা থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা,খাদ্য পরিদর্শক মোছাঃ বিলকিস বেগম,উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকরাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আবেদনকারী এবং সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণ পূর্বক উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস এর ডিলারদের নির্বাচন করা হয়েছে ।