
সরকারের নির্লিপ্ততা, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, অপপ্রচার ও মিটফোর্ডের ব্যবসায়িক সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি,
এবং কুচক্রী মহল কর্তৃক আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের (শেরপুর জেলা) কর্তৃক,
(২১ শে জুলাই ২০২৫’) সোমবার বার বিকেলে, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি
জনাব’ মোঃ শওকত হোসেন ও সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম (জুন) এর নেত্রীত্বে, এই বিক্ষোভ মিছিল করেন।
(শেরপুরের) নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির,।
শহর শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ ছফর উদ্দিন এর নেত্রীত্বে নালিতাবাড়ী থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিক্ষোভ মিছিলে শামিল হয় । বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিকশা ব্যান শ্রমিক দলের,
নালিতাবাড়ী উপজেলা সভাপতি জনাব মোঃ হামিদুল ইসলামের নেত্রীত্বে,
আরো এক মিছিল , জেলা বিক্ষোভ মিছিলে শামিল হয়,
সে সময় আরো নকলা উপজেলা শ্রমিক দলের নেত্রী বৃন্দ। ঝিনাইগাতী উপজেলা নেত্রীবৃন্দ। ও শ্রীবর্দী উপজেলা শ্রমিক দলের নেত্রী বৃন্দর উপস্থিতিতে। শহরের নিউমার্কেট থেকে শুরু হয়ে, শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলো পদক্ষীণ করে, দলীয় অফিসে এসে মিছিল টি শেষ করেন , জেলা শ্রমিক দলের সভাপতি জনাব, মোঃ শওকত হোসেন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ও নেতা কর্মিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, সমস্ত চক্রান্তকে শক্ত হাতে প্রতিহত করার নির্দেশনা দিয়ে,৷ দুনিয়ায় মজদুর এক হও লড়াই কর, স্লোগানে স্লোগানে অনুষ্ঠান টি শেষ করেন।