
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় মুচিবাড়ির কোনা বাজার সংলগ্ন পন্ডিত বাড়ির মোঃ হুমায়ুন পন্ডিত (৩২) গুরুতর আহত হন! খবর নিয়ে জানা যায় গতকাল বিকেলে হুমায়ুন মুচি বাড়ির কোনায় রাস্তা পারাপারের সময় হঠাৎ করে একটি অটোরিক্সা এসে তাকে সজোরে আঘাত করে! এতে সিটকে সে চার পাঁচ হাত দূরে গিয়ে পড়েন! গুরুতর আহত অবস্থায় তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে রাতেই তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলে অ্যাম্বুলেন্সের মধ্যে কয়েকবার বমি হয়েছে বলে জানা যায়। ঘাতক অটোরিক্সা ও চালক কে বর্তমানে স্থানীয় ইউপি সদস্যের কাছে রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তজুমদ্দিন থানায় এ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি।
হুমায়ুনের পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।