
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির মরহুম রুমেল কাজীর পুত্র এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য)–কে অবশেষে খুঁজে পাওয়া গেছে।
গত সোমবারের ভয়াবহ বিমান দু/র্ঘটনার পর থেকে কাব্যের কোনো খোঁজ না মেলায় তার পরিবার ও স্বজনদের মাঝে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।
রাতভর রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর আহতদের তালিকা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়।
বর্তমানে কাব্য সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আমরা সবাই তার জন্য দোয়া করি— মহান আল্লাহতায়ালা যেন মাদারীপুরের এই মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।