
জামালপুরের বকশিগঞ্জে উলফাতুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়া এক শিক্ষার্থী ৬ তলা ভবন থেকে পরে গিয়ে আহত হয়েছে। ২১ জুলাই (সোমবার) বিকাল আনুমানিক ৩:০০ টায় ঐ শিক্ষার্থী ক্লাস রোম থেকে বেরিয়ে ৬ তলায় উটে এক পর্যায়ে লাফ দিয়ে নিচে পরে যায়। আহত শিক্ষার্থী সাথিয়া জান্নাত আলো (১৩) বকশিগঞ্জ গোয়ালগাও এলাকার বাবু মিয়ার মেয়ে। পরে বিদ্যালয়ের অন্যান্য মেয়েরা বিষয়টি লক্ষ করলে ঐ আহত মেয়েকে প্রথমে বকশিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। তবে কি কারনে ঐ শিক্ষার্থী লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এই বিষয়ে সঠিক কোনো তথ্য তার সহপাঠীরা দিতে পারছে না। তবে তার দু – একজন সহপাঠীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। ৬ তলা ভবন থেকে লাফ দেওয়ার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে,কেউ কেউ বলছে এর ভিতরে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে,তদন্ত সাপেক্ষে অবশ্যই আসল তথ্য বের হয়ে আসবে বলে মনে করেন বকশিগঞ্জ বাসি। তবে এমন ঘটনায় অত্র বিদ্যালয়ের বাকী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ভয় কাজ করছে। এই বিষয়ে নাম না বলা এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, ঐ স্কুলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্নভাবে ছাত্রিদের অপমান মুলক আচরন করে থাকে এবং কথায় কথায় টিসি দিবে বলে ভয় দেখায়। এ ব্যাপারে ছাত্রীর অভিভাবক মহল ঐ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বকশিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি স্কার্প ও একটি রক্তমাখা ব্লেড উদ্ধার করে। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ করেননি। তবে বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে এই ঘটনার বিষয়ে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।