
“মরুরে চাহি না, চাহি বৃক্ষরে — নেব কিশলয়ে ঠাঁই”
“কচি-সবুজের উৎসব আজই মোহনীয় মাগুরায়”
এই মননশীল আহ্বানকে সামনে রেখে মাগুরা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সবুজ উৎসব ২০২৫’। সবুজে ঘেরা বাসযোগ্য পরিবেশ গড়ার প্রত্যয়ে সদর উপজেলার সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দীকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন:






এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতেই এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আয়োজকরা জানান, রিপোর্টার্স ইউনিটির এই সবুজ উদ্যোগ শুধুমাত্র সদর উপজেলাতেই সীমাবদ্ধ নয় — পর্যায়ক্রমে মাগুরার চারটি উপজেলাতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
“সবুজে সবুজে রঙিন হয়ে উঠুক প্রিয় মাগুরা” — এই প্রত্যাশায় সম্পন্ন হয় এই প্রাণবন্ত আয়োজন।