
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সজিব নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সোমবার ( ২১ জুলাই ) রাতে উপজেলার সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কারাদণ্ড পাওয়া সজিব ( ১৯ ) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান উপজেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকসেবী সজিব ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ ( পনেরো ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং নগদ একশ টাকা অর্থদণ্ড দেয়।