
বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার রাতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মনিরুল ইসলাম ছবিকে নগরী থেকে আটক করেছেন বলে জানা যায়।
পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
মনিরুল ইসলাম ছবি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়া সর্বশেষ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে বিপুল ভোটে পরাজিত হয় ছবি। উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্ধিতার লক্ষে সে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।