
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী শাখার গ্রামীণ ব্যাংকের ফিল্ড অফিসার সহিদ হাসানের বিরুদ্ধে লক্ষাধিক টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন সময়ে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ব্যক্তিগতভাবে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা গ্রহণ করেন। পরে কোনো প্রকার ঋণ না দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। এতে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রতারিতদের একজন বলেন, “সহিদ হাসানের কথায় বিশ্বাস করে আমরা কেউ নিজেদের সঞ্চয়, কেউ ধারকর্জ করে তার হাতে টাকা তুলে দিই। এখন সে লাপাত্তা।”
বিষয়টি নিয়ে বাবুখালী গ্রামীণ ব্যাংক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে, তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জানা গেছে, অভিযুক্ত ফিল্ড অফিসার বর্তমানে পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।