০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলছে গণভোট

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোটের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয় গণভোট,  বিকাল ৫টা পর্যন্ত চলে এই গণভোট। সংগঠনের নেতাকর্মীরা বলেন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ২২জুলাই থেকে ২৪ জু্লাই পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটের সচ্ছতা রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, বিইউ রেডিও সহ লিংকার্সের প্রতিনিধি নিয়ে করা হয়েছে নির্বাচন কমিশন প্যানেল। গণ ভোটের কারণ জানতে চাইলে ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন , প্রতিষ্ঠালগ্ন থেকে ববিতে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে।
এই অবস্থায় শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, “আমরা মনে করি, একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য নির্বাচিত ছাত্রসংসদ অপরিহার্য। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরা ক্যাম্পাসে একটি স্বতন্ত্র ও স্বচ্ছ গণভোট আয়োজন করছি শিক্ষার্থীদের মতামত জানার জন্য।
গণভোটে অংশ নেন ববির ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্রিয়াশীল সংগঠন। এ সময় সকল সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র কাউন্সিলের এই উদ্যোগকে স্বাদুবাদ জানান। একই সাথে গণভোটের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে রায়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রসাশন সিদ্ধান্ত নিবে বলে আসাবাদ ব্যক্ত করেন।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে চলছে গণভোট

পোস্ট হয়েছেঃ ০৬:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে এবার গণভোটের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মঙ্গলবার সকাল ১১ টা থেকে শুরু হয় গণভোট,  বিকাল ৫টা পর্যন্ত চলে এই গণভোট। সংগঠনের নেতাকর্মীরা বলেন বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ২২জুলাই থেকে ২৪ জু্লাই পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটের সচ্ছতা রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, বিইউ রেডিও সহ লিংকার্সের প্রতিনিধি নিয়ে করা হয়েছে নির্বাচন কমিশন প্যানেল। গণ ভোটের কারণ জানতে চাইলে ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন , প্রতিষ্ঠালগ্ন থেকে ববিতে ছাত্রসংসদ নির্বাচন হয়নি। প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে।
এই অবস্থায় শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না, তা নির্ধারণে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের সদস্যরা জানান, “আমরা মনে করি, একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য নির্বাচিত ছাত্রসংসদ অপরিহার্য। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমরা ক্যাম্পাসে একটি স্বতন্ত্র ও স্বচ্ছ গণভোট আয়োজন করছি শিক্ষার্থীদের মতামত জানার জন্য।
গণভোটে অংশ নেন ববির ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্রিয়াশীল সংগঠন। এ সময় সকল সংগঠনের নেতৃবৃন্দ ছাত্র কাউন্সিলের এই উদ্যোগকে স্বাদুবাদ জানান। একই সাথে গণভোটের রায়ের পর দ্রুত সময়ের মধ্যে রায়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রসাশন সিদ্ধান্ত নিবে বলে আসাবাদ ব্যক্ত করেন।