
সাভারের আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা সহ মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার মধ্যরাতে আশুলিয়ার আউকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো মোঃ হোসেন ভান্ডারী ও শেখ লিটন।
পুলিশ জানায় , আশুলিয়ার আউকপাড়া এলাকায় রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় তল্লাশিকালে ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুই কেজি তিনশ গ্রাম গাঁজা পাওয়া যায়। গাঁজাসহ নগদ ত্রিশ হাজার টাকা ও মোবাইল জব্দ করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতে পাঠানো হবে আজ ।