০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

  • Jahid khan
  • পোস্ট হয়েছেঃ ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 141
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শিউলী বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় তার বসতবাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চচলারপাড় এলাকায় একটি বাড়িতে গাঁজা বিক্রির কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদ তৈরি করেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

পোস্ট হয়েছেঃ ০৭:০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে শিউলী বেগমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় তার বসতবাড়ি থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চচলারপাড় এলাকায় একটি বাড়িতে গাঁজা বিক্রির কার্যক্রম চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে মাদকসহ আসামিকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরী থানার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদ তৈরি করেছে।