
সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ।
বুধবার (২৩ জুলাই) সকালে গাইবান্ধা জেলা শহরের প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয় এমন স্লোগানে মুখরিত ছিল পুরো কর্মসূচি।
বক্তারা বলেন, শিক্ষা আইনে বলা হয়েছে সবার জন্য সমান শিক্ষা নিশ্চিত করতে হবে। অথচ সরকার ঘোষিত বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বাদ দিয়ে একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও বলেন, কিন্ডারগার্টেনগুলো প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।
গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় বক্তৃতা করেন গাইবান্ধা জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।