
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ২৮ সদস্যবিশিষ্ট কুড়িগ্রামের ভূরুঙ্গামরী উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
গত ২১ জুলাই এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার ২২ জুলাই রাতে মোহাম্মদ উসামা সদস্য (দপ্তর) এনসিপি’র ভেরিফাইড ফেসবুক পেজে পত্রটি প্রকাশ করেন।
পত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ সমন্বয় কমিটি কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে মাহফুজুল ইসলাম (কিরন) কে প্রধান সমন্বয়কারী ও মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া, মোস্তাফিজুর রহমান মজনু কে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করে ২৮ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামরী উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কমিটির সদস্যরা হলেন: মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা, শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ, আশরাফুল ইসলাম।
নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম (কিরন) বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূরুঙ্গামারীর গৌরবময় ভূমিকা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস। জুলাই বিপ্লবের আদর্শে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে আমরা আমাদের দফাওয়ারী অঙ্গীকার এবং ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নের পরিকল্পনা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো। এ ছাড়াও, ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন পেশার জনগণকে নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে, যা জুলাই বিপ্লবের আদর্শে সমাজে সচেতনতা ও ঐক্য বৃদ্ধি করবে।
তিনি আরো বলেন, আমাদের সংগ্রাম হবে ন্যায়, অসাম্প্রদায়িকতা ও সমতার ভিত্তিতে একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য। আমরা দৃষ্টিপথে রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থানীয় উন্নয়নের সার্বিক অগ্রগতি। সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশায় আগাম ধন্যবাদ জ্ঞাপন করছি।
যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন, জাতীয় নাগরিক পার্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের নবীন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য প্রবীণ রাজনৈতিক দলগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে মুখ্য ভূমিকা রাখবে। অন্যায় অনাচার ঘুষ দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমগ্র দেশের ন্যায় ভূরুঙ্গামারী উপজেলা শাখাতেও সমানভাবে ভূমিকা রাখবে।