
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অনুসারে নির্বাচিত ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ. এম. মাহাবুব ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান আখন্দ, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আকমল হোসেন।উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহবুব আলম, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ী দাখিল মাদরাসার সুপার মাওলানা ইয়াকুব আলী, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, খানাবাড়ী দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার, কৃতি শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সাত্তার, কৃতি শিক্ষার্থী আয়শা সিদ্দিকা, সাইফুল ইসলাম স্বাধীন প্রমুখ।অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি হিসেবে নির্বাচিত ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শেষে প্রকল্পের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, আর্থিক অনুদান ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।