
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নবনির্মিত সুরক্ষা দেওয়াল রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা ।
আজ ২৩ শে জুলাই বুধবার দুপুর ১২ টায় মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা স্কুলের নবনির্মিত সুরক্ষা দেওয়াল রক্ষার দাবী করে। এ সময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের তিন দিকে সীমানা প্রাচীর থাকলেও একদিকে প্রাইমারি স্কুল থাকায় ঐ পাশে কোন সীমানা প্রাচীর নেই, অপরদিকে প্রাইমারি স্কুলের পকেট গেট সব সময় খোলা থাকায় যে কোন সময় স্কুলে বহিরাগতরা প্রবেশ করে ছাত্রীদের ইভটিজিং সহ নানা ভাবে বিরক্ত করে এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এর শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ একটি সুরক্ষা দেওয়াল তৈরী করে দেয় ফলে এখন স্কুলের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের বিরক্ত করা বন্ধ হবে। অবিলম্বে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই এই সুরক্ষা দেওয়াল বহাল রাখার দাবী তাদের। তবে সুরক্ষা দেওয়ালটি রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঝে হওয়ায় সুরক্ষা দেওয়ালটি নিয়ে যেন কোন ষড়যন্ত্র না হয় মানববন্ধনে সেই দাবীও জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনেক অবিভাবকদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফি উদ্দিন মাহি বলেন, ” আমরা দীর্ঘদিন ঝুঁকির মধ্যে ছিলাম তাই বিদ্যালয়ের সুরক্ষার জন্য, বিশেষ করে আমাদের ছাত্রীদের সুরক্ষার জন্য আমরা এলাকার গন্যমান্য লোকজন সকলকে সাথে নিয়ে প্রাইমারি স্কুল ও হাইস্কুলের মাঝে একটি সুরক্ষা দেওয়াল নির্মান করেছি। এখন আমাদের বিদ্যালয়ে এখন বহিরাগতরা প্রবেশ করতে পারছে না এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং যে কোন মূল্যে আমাদের এই সুরক্ষা প্রাচীর রক্ষার দাবী করছি।” বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার বলেন,” আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা যে সুরক্ষা দেওয়ালটা করেছি সেটা বহাল রাখতে হবে। ২০২৫ সালে শিবালয় উপজেলায় আমাদের বিদ্যালয় এসএসসি পরিক্ষায় ১৩ টি এ প্লাস সহ উপজেলায় প্রথম স্থান অধিকার করে। আমাদের বিদ্যায়লের সুনাম ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে সুরক্ষা দেওয়ালটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রশাসন, এলাকাবাসী সহ সকলের কাছে দাবী জানাই আমাদের বিদ্যায়ের মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মাদকসেবিদের আড্ডাখানা বন্ধের লক্ষে সুরক্ষা দেওয়ালটি যেন সম্মিলিত প্রচেষ্টায় বহাল রাখা হয়।”