
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ আবুল হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই ২০২৫, সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত দড়িয়া দৌলত গ্রামের পশ্চিম ভিটির পূর্বমুখী টিনশেড বসতঘরে এ অভিযান চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম, মো. শাহাদত হোসেন, সোহরাব হোসেন চৌধুরী, রবিউল হাসনাত, এবং সিপাহি নাঈম মিয়া, রয়েল আহমেদ, মো. শিহাব রানা, ওসমান গনি, তিথি আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অভিযানকালে নিরপেক্ষ দুইজন সাক্ষীর উপস্থিতিতে আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ভেতর থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট (মোট ৭.৪ গ্রাম) উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন— Itel, Infinix এবং Symphony ব্র্যান্ডের—জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া আসামি আবুল হোসেন, পিতা মোশারফ হোসেন, মাতা হোসনে আরা, দড়িয়া দৌলত গ্রামের বাসিন্দা।
উদ্ধারকৃত ইয়াবার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য আলাদা করে ‘ক’ ও ‘খ’ চিহ্ন দিয়ে প্রস্তুত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও আলামত বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ২৬(১) ধারায় তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।অধিদপ্তর সূত্রে জানানো হয়, একই সময়ে একাধিক স্থানে অভিযান পরিচালনার কারণে এজাহার দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।