০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জামালগঞ্জে সুদের চাপে ব্যবসায়ি কানু সরকার এর আত্মহত্যা

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় গত ২১ জুলাই গলায় ফাঁস দিয়ে তিনি  আত্মহত্যা করেন। নিহত কানু সরকার(৪৫) -জানা যায়।  নিহত কানু সরকার দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের বাসিন্দা। ব্যবসায়িক কাজে জামালগঞ্জ এর নতুনপাড়ায় একটি ভাড়াটিয়া বাসায় স্ব পরিবার নিয়ে বসবাস করতেন।                 প্রায় এক বছর আগে তিনি স্থানীয় মোঃ মাসুক মিয়ার কাছ থেকে ৫৫ হাজার টাকা ঋণ  সুদে গ্রহণ করেন। মাসিক সুদ পরিশোধের শর্তে কিছু পরিমাণ অর্থ পরিশোধ করলেও, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক মান্ধা চলার কারণে তিনি নিয়মিত কিস্তি দিতে ব্যর্থ হয়ে মানষিক হতাশায় ভোগান্তিতে পড়েছে।
এরই ধারাবাহিকতায়  বিশিষ্ট সুদখোর  মোঃ মাসুক মিয়া, ও তার স্ত্রী শিল্পী বেগম, তাকে  বারবার টাকার জন্যে চাপ দিয়ে যাচ্ছে। এবং একপর্যায়ে  বাসার মালামাল নিয়ে যাওয়ার হুমকি ধামকি প্রদান করেন । তা না হলে পিটিয়ে টাকা উদ্ধার করা হবে বলে জানিয়ে দেয় অভিযোক্ত মাসুক মিয়া। এতে কানু সরকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে। তিনি আত্নহত্যার পথ বেঁচে নেয়।  মৃত কানু সরকারের ২ টি কন্যা সন্তান আছে পমা এবং পিউ।
ঘটনাস্থল থেকে একটি  খাতা থেকে হাতের লেখা  চিরকুট উদ্ধার করা হয়, ৪/৫ পৃষ্ঠার চিরকুটে লেখা ছিল:
(১)বরাবর
জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ স্যার,
আমি বিচার চাই।  আমি কানু বাবু, আপনার কাছে বিচার চাই।
৫৫,০০০ টাকা মাসুকের কাছ থেকে নিয়ে, মোট ৮০,০০০ টাকা দিয়েছি।
তারপরও মাসুক আমাকে হুমকি দেয়— টাকা না দিলে পিটিয়ে আদায় করবে।
আজ তিনটার মধ্যে টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাবে।
এ বিষয়ে নিচতলার স্বপন জানে।
ইতি
স্যার, আমি বিচার চাই।
 কানু বাবু.  ( ২)   মা আমি পারলাম না বাবার দায়িত্ব পালন করতে।তোমরা কষ্ট করে পড়াশোনা করো,বাবার সাথে যারা এমন ব্যবহার করেছে তাদের তোমরা সাজা দিও , ইতি তোমার বাবা।  (৩) অমিত বাবা পমা ও পিউ তোমার হাতে তুলে দিলাম  ইতি   তোমার মানু..   (৫)  বউয়ের উদ্দেশ্য লিখা.প্রতিমা বিয়ের পর থেকে শুধু কষ্ট দিয়ে গেলাম সুখ দিতে পারলাম না কখনো তুমি আমায় মাপ করে দিও,যদি কোনো বিপদে পড় যাদেয দাদার সাথে যোগাযোগ করিও আমার পমা ও পিউরে দেখিও।
অভিযুক্ত ব্যক্তি মাসুক মিয়া
বাবার নাম – আব্দুল জলিল
ঠিকানা – জামালগঞ্জ (নতুন পাড়া) জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা -(ওসি)  মো: সাইফুল ইসলাম জানান,  আত্মহত্যার অভিযোগে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,মামলা নং -১১ আসামিদের দ্রুত ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জামালগঞ্জে সুদের চাপে ব্যবসায়ি কানু সরকার এর আত্মহত্যা

পোস্ট হয়েছেঃ ১১:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার নতুনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় গত ২১ জুলাই গলায় ফাঁস দিয়ে তিনি  আত্মহত্যা করেন। নিহত কানু সরকার(৪৫) -জানা যায়।  নিহত কানু সরকার দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের বাসিন্দা। ব্যবসায়িক কাজে জামালগঞ্জ এর নতুনপাড়ায় একটি ভাড়াটিয়া বাসায় স্ব পরিবার নিয়ে বসবাস করতেন।                 প্রায় এক বছর আগে তিনি স্থানীয় মোঃ মাসুক মিয়ার কাছ থেকে ৫৫ হাজার টাকা ঋণ  সুদে গ্রহণ করেন। মাসিক সুদ পরিশোধের শর্তে কিছু পরিমাণ অর্থ পরিশোধ করলেও, সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক মান্ধা চলার কারণে তিনি নিয়মিত কিস্তি দিতে ব্যর্থ হয়ে মানষিক হতাশায় ভোগান্তিতে পড়েছে।
এরই ধারাবাহিকতায়  বিশিষ্ট সুদখোর  মোঃ মাসুক মিয়া, ও তার স্ত্রী শিল্পী বেগম, তাকে  বারবার টাকার জন্যে চাপ দিয়ে যাচ্ছে। এবং একপর্যায়ে  বাসার মালামাল নিয়ে যাওয়ার হুমকি ধামকি প্রদান করেন । তা না হলে পিটিয়ে টাকা উদ্ধার করা হবে বলে জানিয়ে দেয় অভিযোক্ত মাসুক মিয়া। এতে কানু সরকার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে। তিনি আত্নহত্যার পথ বেঁচে নেয়।  মৃত কানু সরকারের ২ টি কন্যা সন্তান আছে পমা এবং পিউ।
ঘটনাস্থল থেকে একটি  খাতা থেকে হাতের লেখা  চিরকুট উদ্ধার করা হয়, ৪/৫ পৃষ্ঠার চিরকুটে লেখা ছিল:
(১)বরাবর
জামালগঞ্জ থানা অফিসার ইনচার্জ স্যার,
আমি বিচার চাই।  আমি কানু বাবু, আপনার কাছে বিচার চাই।
৫৫,০০০ টাকা মাসুকের কাছ থেকে নিয়ে, মোট ৮০,০০০ টাকা দিয়েছি।
তারপরও মাসুক আমাকে হুমকি দেয়— টাকা না দিলে পিটিয়ে আদায় করবে।
আজ তিনটার মধ্যে টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাবে।
এ বিষয়ে নিচতলার স্বপন জানে।
ইতি
স্যার, আমি বিচার চাই।
 কানু বাবু.  ( ২)   মা আমি পারলাম না বাবার দায়িত্ব পালন করতে।তোমরা কষ্ট করে পড়াশোনা করো,বাবার সাথে যারা এমন ব্যবহার করেছে তাদের তোমরা সাজা দিও , ইতি তোমার বাবা।  (৩) অমিত বাবা পমা ও পিউ তোমার হাতে তুলে দিলাম  ইতি   তোমার মানু..   (৫)  বউয়ের উদ্দেশ্য লিখা.প্রতিমা বিয়ের পর থেকে শুধু কষ্ট দিয়ে গেলাম সুখ দিতে পারলাম না কখনো তুমি আমায় মাপ করে দিও,যদি কোনো বিপদে পড় যাদেয দাদার সাথে যোগাযোগ করিও আমার পমা ও পিউরে দেখিও।
অভিযুক্ত ব্যক্তি মাসুক মিয়া
বাবার নাম – আব্দুল জলিল
ঠিকানা – জামালগঞ্জ (নতুন পাড়া) জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা -(ওসি)  মো: সাইফুল ইসলাম জানান,  আত্মহত্যার অভিযোগে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে,মামলা নং -১১ আসামিদের দ্রুত ধরতে অভিযান অব্যাহত রয়েছে।