০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে ব্যবসার নাম ভাঙ্গিয়ে প্রতারণা

অনলাইনে প্রতারণা পত্নীতলার নোমান র‌্যাবের হাতে গ্রেপ্তার ।নওগাঁর পত্নীতলা থেকে প্রতারণা মামলার তদন্ত প্রাপ্ত আসামি নোমান  এবং নওগাঁ সদর থেকে সৈকত হোসেন কে গ্রেফতার করছে  র‌্যাব-৫ এর আভিযানিক দল। বুধবার (২৩ জুলাই) র‌্যাব-৫ এর এক বার্তায় জানায় ২২ জুলাই সন্ধ্যায় পত্নীতলা থানাধীন চক-কাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে  মোঃ নোমান ইসলাম (১৯) কে   এবং নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকা থেকে নওগাঁ সদর থানার তাসকান্দি গ্রামের লেলিন মন্ডলের ছেলে  মোঃ সৈকত হোসেন (২৯) কে গ্রেফতার করে।  এনডিসি পল্লবী  মিরপুর সেনানিবাস এলাকার মৃত রহমত আলীর ছেলে ভুক্তভোগী জয়নুল আবেদিন নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে  প্রতারণার মামলা করেন। মামলায় উল্লেখ করেন  জয়নুল আবেদিনের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে অনলাইনে কাজের কথা বলে সর্বমোট =১১,১৫,৪২০.০০(এগারো লক্ষ পনেরো হাজার চার শত বিশ) টাকা হাতিয়ে নেয়। জয়নুল আবেদীন তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আরও ১০ (দশ) লক্ষ টাকা দাবী করে। তখন জয়নুল আবেদীন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। ডিএমপির পল্লবী থানায় অভিযোগ দায়ের করলে ডিএমপির পল্লবী থানার মামলা নং-৪৬, তারিখ-১৬/০৫/২০২৫, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।র‌্যাব আরও জানায়  আটককৃত ২ আসামিকে  ডিএমপি’র পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

অনলাইনে ব্যবসার নাম ভাঙ্গিয়ে প্রতারণা

পোস্ট হয়েছেঃ ১২:২২:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

অনলাইনে প্রতারণা পত্নীতলার নোমান র‌্যাবের হাতে গ্রেপ্তার ।নওগাঁর পত্নীতলা থেকে প্রতারণা মামলার তদন্ত প্রাপ্ত আসামি নোমান  এবং নওগাঁ সদর থেকে সৈকত হোসেন কে গ্রেফতার করছে  র‌্যাব-৫ এর আভিযানিক দল। বুধবার (২৩ জুলাই) র‌্যাব-৫ এর এক বার্তায় জানায় ২২ জুলাই সন্ধ্যায় পত্নীতলা থানাধীন চক-কাদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পত্নীতলা উপজেলার হরিপুর গ্রামের আব্দুর রকিবের ছেলে  মোঃ নোমান ইসলাম (১৯) কে   এবং নওগাঁ সদর থানাধীন কৃত্তিপুর এলাকা থেকে নওগাঁ সদর থানার তাসকান্দি গ্রামের লেলিন মন্ডলের ছেলে  মোঃ সৈকত হোসেন (২৯) কে গ্রেফতার করে।  এনডিসি পল্লবী  মিরপুর সেনানিবাস এলাকার মৃত রহমত আলীর ছেলে ভুক্তভোগী জয়নুল আবেদিন নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে  প্রতারণার মামলা করেন। মামলায় উল্লেখ করেন  জয়নুল আবেদিনের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে অনলাইনে কাজের কথা বলে সর্বমোট =১১,১৫,৪২০.০০(এগারো লক্ষ পনেরো হাজার চার শত বিশ) টাকা হাতিয়ে নেয়। জয়নুল আবেদীন তাদের কাছে টাকা ফেরত চাইলে তারা আরও ১০ (দশ) লক্ষ টাকা দাবী করে। তখন জয়নুল আবেদীন বুঝতে পারেন যে, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। ডিএমপির পল্লবী থানায় অভিযোগ দায়ের করলে ডিএমপির পল্লবী থানার মামলা নং-৪৬, তারিখ-১৬/০৫/২০২৫, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।র‌্যাব আরও জানায়  আটককৃত ২ আসামিকে  ডিএমপি’র পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।