০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হোমনায় ভূয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

কুমিল্লার হোমনায় এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চৌরাস্তার মোড়ে শারবীন চশমা ঘর প্রতিষ্ঠানে ডা. পরিচয়দানকারী মোঃ মহসীনের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে আজ বুধবার (২৩জুলাই) উপরোক্ত প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে মোঃ মহসীন ভুয়া চিকিৎসক প্রমানিত হওয়ায় এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ভুক্তভোগী রোগী সাইফুল ইসলাম শামীম হোমনা আদর্শপাড়ার বাসিন্দা ও একজন টেলিকম ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরে ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিশেষজ্ঞ ডাক্তার ডা. মোঃ আব্দুল হাই নিশ্চিত করেন যে ভুল চিকিৎসার কারণে তার চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।পরে ভুক্তভোগী সাইফুল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দাখিল করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসক মহসীনকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে ডা. পরিচয়ে চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
এ ব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীর চোখ অন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে চিকিৎসা দেওয়া মো. মহসীনের সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুল চিকিৎসার শিকার হয়ে চোখের আলো হারাতে না হয়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সন্দ্বীপে এসইডিপি’র আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

হোমনায় ভূয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

পোস্ট হয়েছেঃ ১২:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
কুমিল্লার হোমনায় এক ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চৌরাস্তার মোড়ে শারবীন চশমা ঘর প্রতিষ্ঠানে ডা. পরিচয়দানকারী মোঃ মহসীনের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে আজ বুধবার (২৩জুলাই) উপরোক্ত প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে মোঃ মহসীন ভুয়া চিকিৎসক প্রমানিত হওয়ায় এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ভুক্তভোগী রোগী সাইফুল ইসলাম শামীম হোমনা আদর্শপাড়ার বাসিন্দা ও একজন টেলিকম ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরে ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিশেষজ্ঞ ডাক্তার ডা. মোঃ আব্দুল হাই নিশ্চিত করেন যে ভুল চিকিৎসার কারণে তার চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই।পরে ভুক্তভোগী সাইফুল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দাখিল করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসক মহসীনকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে ডা. পরিচয়ে চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।
এ ব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা সাংবাদিকদের বলেন, ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীর চোখ অন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে চিকিৎসা দেওয়া মো. মহসীনের সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুল চিকিৎসার শিকার হয়ে চোখের আলো হারাতে না হয়।