
খুলনার রূপসা থানা পুলিশ অস্ত্রসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা স্থানীয় ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।বুধবার (২৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডোবা গ্রামের নিখিল দাসের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১), একই গ্রামের নিখিল মহলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১), এবং নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তের ছেলে জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০)।রূপসা থানার সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পুলিশ অভিযান শুরু করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালায়।