
সিরাজগঞ্জ জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ সমন্বয় কমিটির ৫০জন কৃষি অফিসের প্রধানগণদের নিয়ে এই সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে,
বুধবার (২৩ জুলাই) সকাল হতে দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ উপ-পরিচালকের কার্যালয় অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় জেলার সবগুলো কৃষি অফিসের সার্বিক অগ্রগতি নিয়ে এবং দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এ সমন্বয় কমিটির সভার সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক (শস্য)৷ কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত,
অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যাণ) কৃষিবিদ জেরিন আহমেদ, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণ তত্ত্ববিদ কৃষিবিদ মো.শহিদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জের উপকেন্দ্র প্রধান ড. শামীমা আক্তার, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহ সিরাজগঞ্জ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলার সকল উপজেলার কৃষি অফিসের প্রধানগণ উপস্থিত ছিলেন।