
শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যার্নাজী নিজগুনে উপস্থিত থেকে এ হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু ও মোঃ সাইফুল্লাহ।
শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১১ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার ও ১ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।