
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে গৌরনদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারই সময়ের দাবি। ৩১ দফা শুধু বিএনপির নয়, গোটা জাতির মুক্তির রূপরেখা।”সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। তিনি বলেন, “এক-এগারোর ষড়যন্ত্রকারীরা আগে গৌরনদীবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির নেতৃত্বে তাদের কোনো স্থান নেই।” তিনি ৩১ দফাকে জাতির জন্য “গণতান্ত্রিক মুক্তির ইশতেহার” হিসেবে উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেন।বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এস. এম. মনিরুজ্জামান মনির, আবুল হোসেন লাল্টু, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, বদিউজ্জামান চঞ্চল, হোসনেয়ারা বেবি, যুবদল নেতা মাসুদ হাসান মিটু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, যুগ্ম আহ্বায়ক হেমায়েত তালুকদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গমস্তা।