
বরিশাল আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও ক্যামেরা ভাঙচুর সহ সাংবাদিকদের ওপর হামলা মামলার আসামীরা নগরীতে প্রকাশ্যে ঘুরলেও তাদের ধরছে না পুলিশ। অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি সোহেল রাঢ়ি’ র পুলিশের সাথে সুসম্পর্ক থাকায় ধরা-ছোঁয়ার বাহিরে রয়েছে আসামীরা। তবে ভিন্নমত পোষণ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন আসামিদের দেখা মাত্রই গ্রেফতার করা হবে। মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি আমি অবগত করবো। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালী মডেল থানার এসআই (সাব ইন্সপেক্টর) মো: রেজাউল ইসলাম বলেন, মামলা দায়েরের পর পরই ২ নং আসামি আলমাস কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে………..
চলতি বছরের ২৭ মার্চ দুপুরে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে ঘটে যাওয়া ওই ঘটনায় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি ও নামধারি ১৩ জন সহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে ২৮ মার্চ বরিশাল কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) এর সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
মামলার আসামীরা হলো, বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ি (৩০), বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস (৩২), মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও নগরীর ১০নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মো. মাসুদ হাওলাদার মাসুম (৩৫), মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাগর হোসাইন খান (৩৫), মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন (৩৫), বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহম্মেদ (৩৪) ও আমজাদ হোসাইন (৩৫), জেলা ছাত্রদলের সদস্য নাঈম (২৬), মো. জাহিদ (২৫), মো. শাওন (২৮), মো. মাহিম (২৬), জুয়েল শেখ (৩০), ও মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়ন স্বেচ্ছা সেবক দল এর সদস্য মাসুদ সিকদার (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন।
ভিডিও ফুটেজে দেখা যায়,যে আদালতের প্রধান ফটকে পুলিশের একটি গাড়িকে পথরোধ করে ছাত্রদল নেতারা। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের উপর চড়াও হয় ছাত্রদলের নেতা সোহেল রাঢ়ি সহ অন্যান্যরা। তারা আব্বাস নামের এক ব্যক্তিকে পুলিশ রক্ষা করেছে এমন দাবি তুলে এবং পুলিশের সাথে তর্কে জড়িয়েছেন পরে। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা চালিয়ে তাদের ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে। এমতঅবস্থায় খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে হামলাকারী ছাত্রদল নেতারা সেখান থেকে সটকে পরে। এ সময় সাংবাদিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রেফতারের আশ্বাস দিলে সাংবাদিকরা সড়ক থেকে উঠে যায়।
ঘটনার দিন দুপুরে বরিশাল আদালত থেকে সংবাদ সংগ্রহ শেষে ফটো সাংবাদিক এন আমিন রাসেল ও রিপোর্টার মনিরুল ইসলাম বেড়িয়ে যাবার সময় আদালতের প্রধান ফটকের সামনে সোহেল রাঢ়ি’ র নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। পরে হামলার সকল ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও চিহ্নিত করেন সাংবাদিকরা।