
যশোরের খাজুরায় বাস চাপায় আহত স্কুলছাত্রী ফারিয়া আর বেচে নেই।শত চেষ্টা করেও তাকে বাচিয়ে রাখতে পারেনি কেও।তার মৃত্যুতে তার সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
খাজুরা মনিন্দ্রনাথ মিএ মাধ্যমিক বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেনীর ছাএী ছিল ফারিয়া। বাস দূর্ঘটনায় আহত হয়ে সে এতদিন চিকিৎসা দিন ছিলো।আজ ২৮/০৭/২৫ তারিখে সে না ফেরার দেশে চলে গেছে।এর আগে ঐ স্কুলের শিক্ষার্থীরা ঘাতক বাস চালককে আটক করা ও শাস্তির ব্যাবস্তা নিশ্চিত করার জন্য মানব বন্দ্বন করেছিল।