০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনির আব্দুস সোবহান গোলাপ নতুন মামলায় আবারও গ্রেপ্তার

কালকিনি উপজেলার আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি নতুন হত্যা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নেন আন্দোলনকর্মী আব্দুল্লাহ সিদ্দিকি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে বিক্ষোভ চলাকালে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার প্রায় দেড় মাস পর, গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে আব্দুস সোবহান গোলাপকে ২৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই মামলাতেই এবার তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কালকিনির আব্দুস সোবহান গোলাপ নতুন মামলায় আবারও গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৮:৩১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
কালকিনি উপজেলার আব্দুস সোবহান গোলাপকে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি নতুন হত্যা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে।মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট ধানমন্ডির ঝিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নেন আন্দোলনকর্মী আব্দুল্লাহ সিদ্দিকি। ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে বিক্ষোভ চলাকালে আসামিদের ছোঁড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার প্রায় দেড় মাস পর, গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে আব্দুস সোবহান গোলাপকে ২৪ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই মামলাতেই এবার তাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।