
দিনাজপুর জেলার বিরল উপজেলার গর্বিত সন্তান আজিমুল ইসলাম সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যায়ার্ড অর্জন করেছেন। গতকাল ২৬ জুলাই ২০২৫ ইং শনিবার ঢাকার সেগুনবাগিচায় সংগঠনটির এক যুগ পুর্তি উপলক্ষ্যে সু-শাসন প্রতিষ্ঠায় আলোচনা সভা ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা প্রদান করা হয়।উক্ত সম্মাননা সভায় স্মারক গ্রহণ করেন বিরল উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও ০৪নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম।সামাজিক উন্নয়ন, শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কারণে এই সম্মাননা পেয়েছেন তিনি।আজিমুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ এলাকা ও দেশের বিভিন্ন স্থানে মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বিশেষ করে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তা, চিকিৎসা সুবিধা এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে আজিমুল ইসলাম বলেন,
এই পুরস্কার শুধু আমার নয়, এটি বিরলের প্রতিটি মানুষের সম্মান। আমি সমাজের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই।স্থানীয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন এলাকার সকল পেশার মানুষ।