১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

  • দিনার
  • পোস্ট হয়েছেঃ ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 12
জুলাই বিপ্লবের চেতনায় বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সরকারি প্রজ্ঞাপনের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
২৮ জুলাই ২০২৫, সোমবার সকালে নিকলী উপজেলা প্রশাসন চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে নিকলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে উপজেলার অন্তর্গত সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, “শিক্ষার মৌলিক অধিকার থেকে কোনো শিশুকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে।”
পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রেরণ করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ বরাবর। স্মারকলিপিতে দ্রুত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিকলীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১১:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
জুলাই বিপ্লবের চেতনায় বাংলায় বৈষম্যের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে, সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলগুলোকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সরকারি প্রজ্ঞাপনের প্রতিবাদে কিশোরগঞ্জের নিকলীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
২৮ জুলাই ২০২৫, সোমবার সকালে নিকলী উপজেলা প্রশাসন চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে নিকলী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে উপজেলার অন্তর্গত সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, “শিক্ষার মৌলিক অধিকার থেকে কোনো শিশুকে বঞ্চিত করা সংবিধান পরিপন্থী। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে।”
পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে প্রেরণ করা হয় মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছ বরাবর। স্মারকলিপিতে দ্রুত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।