
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় কতৃক কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাই নবাবগঞ্জ শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সরকারি কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি। বক্তব্য রাখেন আলিনগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলি, রহনপুর পিএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট একরামুল হক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী মনিটোরিং অফিসার শাহদাৎ হোসেন, অভিভাবক রুহুল আলি, চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম, রহনপর ইউসুফ আলি সরকারি কলেজের ছাত্র মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারওয়ার জাহান সুমন। অনুষ্ঠানে মোট উনচল্লিশ জন কৃতি শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।