
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন পরিষদ। ১৪ নং জিনদপুর ইউনিয়ন পরিষদের নবাগত প্রশাসক উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন উদ্যোগে। সোমবার (২৮ জুলাই) ভাঙ্গরা বাজারে চেয়ারম্যান প্লাজার সামনে এ মেলা অনুষ্ঠিত হয়।এ ট্রেড লাইসেন্সে ব্যবসায়ীদের সকল ধরনের তথ্য থাকবে। এখন থেকে নতুন ট্রেড লাইসেন্স করা ও নবায়নের জন্য কোন ব্যবসায়ীকে ইউনিয়ন পরিষদে গিয়ে হয়রানি হতে হবে না বলে জানায় আয়োজকরা।উপজেলার বৃহৎ বাজার হিসেবে পরিচিত বাঙ্গরা বাজারসহ ইউনিয়নের দোকান-পাটের ট্রেড লাইন্সেস প্রদান ও ইউনিয়নের সার্বিক কাজের গুরুত্ব আরোপ করা হয়েছে। জিনদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: জাহাঙ্গীর আলম লিটন বলেন, নাগরিক সেবা সচল করতে ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে আমরা এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এতে স্বতঃস্ফূর্তভাবে ব্যবসায়ী ও সাধারণ মানুষ জন ট্রেড লাইসেন্স সেবা নিতে আসছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও সদ্যসাগন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।