
ভোলার লালমোহনে মোয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এবং নিয়ম বর্হিভুত সংরক্ষণ থাকার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাজিজ।
সোমবার ২৮ জুলাই লালমোহন চৌরাস্তায় মোড় সংলগ্ন ইসলামিয়া মেডিকেল হল নাম এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
লালমোহন উপজেলার নির্বাহী অফিসার এর তথ্য মতে জানাজায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ইসলামিয়া মেডিকেল হলকে ৫০ হাজার টাকা, জরিমানা করা হয়।
এ-সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স।