
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ বালুরচর এলাকায় কৃষকের পাটখেতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কৃষক আবু কালামের ১৬ শতাংশ জমির পাটখেত দুর্বৃত্তরা রাতের আধারে কেটে ফেলে রেখে যায়।
ভুক্তভোগী কৃষক আবু কালাম জানান, দীর্ঘ পরিশ্রম আর কষ্ট করে তিনি তার জমিতে পাট চাষ করেছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে তার খেত কেটে ফেলে দিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলে দেয়।
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক।
তবে এই বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ হয়নি ।