
মাধ্যমিক শিক্ষা উন্নয়নে পারফরম্যান্সভিত্তিক গ্র্যান্ট প্রদানের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৩০ জুলাই ২০২৫) কয়রা উপজেলা পরিষদ হল রুমে এই আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড. মো. কামরুজ্জামান, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম. ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার খুলনা, এবং এস. এম আমিনুর রহমান, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ কয়রা, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি শরিফুল আলম, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা জামায়াত ইসলামির সেক্রেটারি মাও: সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মো. আব্দুর রউফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা নির্বাহী অফিসার, কয়রা, খুলনা। এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নে পারফরম্যান্সভিত্তিক প্রণোদনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কয়রা আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।