০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

  • Asadul islam
  • পোস্ট হয়েছেঃ ০৬:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 18

কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডে ০২-০৮-২০২৫ তারিখ শনিবার দুপুর ২ টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনো হসপিটালে চাকুরী চলাকালীন সময়ে ডিপ্লোমা সম্পুর্ণ করে BNMC থেকে রেজিষ্ট্রেশন পরিক্ষায় উর্তিন হওয়ায় এবং রেজিষ্ট্রেশন কার্ড হাতে পাওয়ায় ৫ জন কে সংবর্ধনা প্রদান করা হয়। কুষ্টিয়া মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করে, BNMC হতে রেজিষ্ট্রেশন পরিক্ষায় উর্তিন হয়ে,কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি শেষে, রেজিষ্ট্রেশন কার্ড হাতে পাওয়াতে কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। BNMC হতে রেজিষ্ট্রেশন পেয়েছেন মো আসাদুল ইসলাম, রিংকু ম্যান্ডেল,মোছা: পারুলা খাতুন, মোছা:রিমা আক্তার রিয়া, সাধনা রানী, এ সময়  পারুলা খাতুন বলেন, সনো হসপিটালে চাকুরী রত অবস্থায় ডিপ্লোমা সম্পুর্ন করে BNMC হইতে রেজিষ্ট্রেশন পরিক্ষায় প্রতিযোগিতা করে উত্তির্ন হয়ে। মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে ৬ মাসের ইন্টার্নি শেষ করে। আবেদন করার পরে RN কার্ড হাতে পেয়েছি। এখন থেকে আমরা রেজিস্ট্রার স্বাস্থ্য কর্মীর পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। সনো হসপিটাল লিমিটেড কতৃপক্ষ সব সময় আমাদের সহযোগিতা করেছেন। আমাদের পক্ষ থেকে সনো হসপিটালের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের আমাদের  সংবর্ধনা প্রদান করায় আমরা আনন্দিত। এমন সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান কারার জন্য। সনো হসপিটাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের, স্যার কে আমরা সবাই আন্তরিক ধন্যবাদ জানায়। কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের ম্যানেজার মির্জা শাহ আলম, প্রধান অথিতি  হিসেবে উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের। আরো উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের নার্স ইনচার্জ শ্রাবণী মন্ডল সহ অত্র হসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স।  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের।এই সময় তিনি বলেন, সনো হসপিটালের প্রতিটি স্টাফ সনো পরিবারের সদস্য, আপনাদের অভিজ্ঞতা ও শিক্ষা অত্র হাসপাতাল,সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। মানুষের সেবা করতে হবে। আমাদের সবাইকে নিজের পরিবারের আপন জন মনে করে সেবা দিতে হবে, একজন মানুষ যখন সেবা নিতে আসেন তখন অসহায় থাকে, তাই তাদের সাথে উত্তম আচারণের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।  সনো হসপিটালের ম্যানেজার মির্জা শাহ আলম বলেন, আমাদের এমডি স্যার অক্লান্ত পরিশ্রম করে সনো হসপিটালের মান উন্নত করেছেন। যার ফলে দেশ ও দেশের বাইরে আমাদের রিপোর্ট গ্রহণ করে থাকেন। তিনি আরো বলেন  সনো হাসপাতালের সুনাম ও সফলতা আরো উন্নত হবে আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে। তিনি বলেন আমাদেরকে সেবা দানের ক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

সাবেক সমন্বয়ক রানার বিরুদ্ধে অপপ্রচার- সত্য প্রমাণে চ্যালেঞ্জ, মানহানির অভিযোগে আইনি লড়াইয়ে নামার ঘোষণা

কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

পোস্ট হয়েছেঃ ০৬:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডে ০২-০৮-২০২৫ তারিখ শনিবার দুপুর ২ টায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সনো হসপিটালে চাকুরী চলাকালীন সময়ে ডিপ্লোমা সম্পুর্ণ করে BNMC থেকে রেজিষ্ট্রেশন পরিক্ষায় উর্তিন হওয়ায় এবং রেজিষ্ট্রেশন কার্ড হাতে পাওয়ায় ৫ জন কে সংবর্ধনা প্রদান করা হয়। কুষ্টিয়া মেডিকেল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা পাস করে, BNMC হতে রেজিষ্ট্রেশন পরিক্ষায় উর্তিন হয়ে,কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইন্টার্নি শেষে, রেজিষ্ট্রেশন কার্ড হাতে পাওয়াতে কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। BNMC হতে রেজিষ্ট্রেশন পেয়েছেন মো আসাদুল ইসলাম, রিংকু ম্যান্ডেল,মোছা: পারুলা খাতুন, মোছা:রিমা আক্তার রিয়া, সাধনা রানী, এ সময়  পারুলা খাতুন বলেন, সনো হসপিটালে চাকুরী রত অবস্থায় ডিপ্লোমা সম্পুর্ন করে BNMC হইতে রেজিষ্ট্রেশন পরিক্ষায় প্রতিযোগিতা করে উত্তির্ন হয়ে। মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে ৬ মাসের ইন্টার্নি শেষ করে। আবেদন করার পরে RN কার্ড হাতে পেয়েছি। এখন থেকে আমরা রেজিস্ট্রার স্বাস্থ্য কর্মীর পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। সনো হসপিটাল লিমিটেড কতৃপক্ষ সব সময় আমাদের সহযোগিতা করেছেন। আমাদের পক্ষ থেকে সনো হসপিটালের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আজকের আমাদের  সংবর্ধনা প্রদান করায় আমরা আনন্দিত। এমন সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান কারার জন্য। সনো হসপিটাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের, স্যার কে আমরা সবাই আন্তরিক ধন্যবাদ জানায়। কুষ্টিয়া সনো হসপিটাল লিমিটেডের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের ম্যানেজার মির্জা শাহ আলম, প্রধান অথিতি  হিসেবে উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের। আরো উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের নার্স ইনচার্জ শ্রাবণী মন্ডল সহ অত্র হসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স।  প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সনো হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল ওয়াসের।এই সময় তিনি বলেন, সনো হসপিটালের প্রতিটি স্টাফ সনো পরিবারের সদস্য, আপনাদের অভিজ্ঞতা ও শিক্ষা অত্র হাসপাতাল,সমাজ, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। মানুষের সেবা করতে হবে। আমাদের সবাইকে নিজের পরিবারের আপন জন মনে করে সেবা দিতে হবে, একজন মানুষ যখন সেবা নিতে আসেন তখন অসহায় থাকে, তাই তাদের সাথে উত্তম আচারণের মাধ্যমে সেবা প্রদান করতে হবে।  সনো হসপিটালের ম্যানেজার মির্জা শাহ আলম বলেন, আমাদের এমডি স্যার অক্লান্ত পরিশ্রম করে সনো হসপিটালের মান উন্নত করেছেন। যার ফলে দেশ ও দেশের বাইরে আমাদের রিপোর্ট গ্রহণ করে থাকেন। তিনি আরো বলেন  সনো হাসপাতালের সুনাম ও সফলতা আরো উন্নত হবে আমাদের সকলের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে। তিনি বলেন আমাদেরকে সেবা দানের ক্ষেত্রে আরো মনোযোগী হতে হবে।