
মালয়েশিয়ার একটি স্থানীয় বাজারে বার্গার খেতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন টাংগাইল জেলার ঘাটাইল থানার লক্ষিন্দর ইউনিয়নের খাজনাগড়া গ্রামের বাসিন্দা, নাম আল-আমিন (21) পিতা মো: জয়নাল ৷ আল-আমিন ওই দিন বিকাল ৫ টায় ডিউটি শেষ করে বাসায় ফিরে ডিম-ভাত খাওয়ার পর বিশ্রাম নেন। পরবর্তীতে, ঘন্টা খানেক পর তিনি এবং তার দুই বন্ধু মিলে সাইকেল নিয়ে পাশের বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হন ৷ রাত আনুমানিক ৭টার দিকে, বাজারে যাওয়ার সময় তাদের সাইকেলের সাথে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই আল-আমিন ও তার এক বন্ধু মারা যান। অপরজন বর্তমানে চিকিৎসার পর সুস্থ রয়েছেন বলে জানা গেছে । প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার অপ্রশস্ততা ও রাতের আলো কম থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কারটিকে জব্দ করেছে ৷