
মাত্র কয়েক দিন আগে ঢাকায় তার চাচা পারভেজ হোসেন (৩৫) ছুরিকাঘাতে নিহত হওয়ার পর আরেকটি মর্মান্তিক ঘটনায় কাঁদছে ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিবার। শুক্রবার (১ আগস্ট) দুপুরে আশরাফুল উলুম রহমামিয়া কওমি মাদ্রাসার ছাত্র নাদিম হোসেন (১৪) মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নাদিম ভালুকা উপজেলার ৫নং বিরুনীয়া ইউনিয়নের কাইচান পাঠক বাড়ি গ্রামের সৌদি প্রবাসী ওসমান মিয়ার ছেলে। দুপুরে মাদ্রাসার পাশের পুকুরে গোসল করার সময় তিনি ডুবে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ ভালুকা উপস্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পুকুরটি গভীর হওয়ায় নাদিম পানিতে তলিয়ে গেলে তাৎক্ষণিকভাবে কেউ তাকে বাঁচাতে পারেনি। ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনাটি নিশ্চিত করে বলেন, “লাশটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে। কোনো প্রকার অস্বাভাবিকতা পাওয়া যায়নি।”
নাদিমের মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি চাচার মৃত্যুশোক কাটতে না কাটতেই নাদিমের মর্মান্তিক প্রস্থান পরিবারকে আরও বিধ্বস্ত করেছে। আত্মীয়-স্বজন ও স্থানীয়রা মরহুমের জন্য দোয়া ও পরিবারকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।