
০২ আগস্ট, শনিবার রাতের এশার নামাজের সময় সেজদারত অবস্থায় মোহাম্মদ সায়মন রেজা নামে এক মোবাইল ব্যবসায়ীকে কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকুচাইল বাজার মসজিদে বখাটে দুর্বৃত্ত পিছন দিয়ে ছুরির আঘাত করে আহত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক মুসল্লি এবং বাজারের অন্যান্য ব্যবসায়ীরাসহ তাকে দ্রুত কুমিল্লা চিকিৎসার জন্য প্রেরণ করেন। তৎক্ষণিক বখাটে দুর্বৃত্তকে কেউ সনাক্ত করতে পারিনি কারণ সবাই নামাজরত অবস্থায় ছিল।