০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইতেফাক মোড় মতিঝিল ঢাকা রেড অ্যালার্ট

  • প্রতিনিধির নাম
  • পোস্ট হয়েছেঃ ০৭:২৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 86
” সাধারণ জনগণের হাতে অস্ত্র সহ আটক ২ জন কিশোর  গ্যাং মঙ্গলবার সকাল  ০৮ বা ০৯ টার দিকে এই ঘটনা ঘটে। যে শহরে দিনের বেলায় এমন হয় সেখানে রাতে মানুষ কি করে ঘুমাবে ” সেই  অস্ত্র সহ কিশোর কে ধরে সাধারণ জনগণ গুণপিটুনি দেওয়া হয় । কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, স্থানীয় লোকজন তাদের কে মারধর করছে এবং কেউ কেউ তাদেরকে লাঠি  দিয়ে পিটাচ্ছে  তাদের নিবৃত্তকেরতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্যেমোবাইল ফোনে ভিডিও করছিলেন আর সাথে  কিশোর গ্যাং বলছেন  ভাই ভাই  মারেন না।  আবার কিন্তু দেখা যাচ্ছে কেউ মারধর করা থেকে বাধা দিচ্ছে। এই ঘটনাগুলো  শুনে  হাজির হন  সেনাবাহিনীর একটি দল এবং  মারধোর করতে বাধা  দেয়। এবং সেই কিশোর গ্যাং এর অস্ত্রগুলো উদ্ধার করেন সেনাবাহিনী । পরে জনগণ তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেন সেনাবাহিনী তাদেরকে ধরে  নিয়ে যায়।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

‎ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইতেফাক মোড় মতিঝিল ঢাকা রেড অ্যালার্ট

পোস্ট হয়েছেঃ ০৭:২৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
” সাধারণ জনগণের হাতে অস্ত্র সহ আটক ২ জন কিশোর  গ্যাং মঙ্গলবার সকাল  ০৮ বা ০৯ টার দিকে এই ঘটনা ঘটে। যে শহরে দিনের বেলায় এমন হয় সেখানে রাতে মানুষ কি করে ঘুমাবে ” সেই  অস্ত্র সহ কিশোর কে ধরে সাধারণ জনগণ গুণপিটুনি দেওয়া হয় । কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, স্থানীয় লোকজন তাদের কে মারধর করছে এবং কেউ কেউ তাদেরকে লাঠি  দিয়ে পিটাচ্ছে  তাদের নিবৃত্তকেরতে দেখা গেছে। কেউ কেউ এ দৃশ্যেমোবাইল ফোনে ভিডিও করছিলেন আর সাথে  কিশোর গ্যাং বলছেন  ভাই ভাই  মারেন না।  আবার কিন্তু দেখা যাচ্ছে কেউ মারধর করা থেকে বাধা দিচ্ছে। এই ঘটনাগুলো  শুনে  হাজির হন  সেনাবাহিনীর একটি দল এবং  মারধোর করতে বাধা  দেয়। এবং সেই কিশোর গ্যাং এর অস্ত্রগুলো উদ্ধার করেন সেনাবাহিনী । পরে জনগণ তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেন সেনাবাহিনী তাদেরকে ধরে  নিয়ে যায়।