
নীলফামারী জেলা যুবদলের উদ্যোগে আগামী ২৩ মে “কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক নিয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ২৪ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থান: আশা কমিউনিটি পার্টি সেন্টার, নীলফামারী।
প্রস্তুতি সভায় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে করণীয় নির্ধারণ করেন। সভায় বক্তারা বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে কৃষি উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”আগামী কর্মসূচিগুলো সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।