
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার লক্ষ্যে সারাদেশের মতো সিরাজগঞ্জের সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন করেছে ১ রতনকান্দি ইউনিয়ন বিএনপি ও ছাত্র দল। সোমবার (১০ মার্চ) সকাল ১০ টায় সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সড়াইতৈল উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ১ নং রতনকান্দি ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন বিএনপি নেতা আলী আশরাফ,যুবদলের নেতা মিঠু,ফিরোজ, ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুল মান্নান, মাসুদ ও সজিব, মিলন, কাউসার,ফিরোজ,মাসুদ, সজিব, ইউনিয়ন ছাত্র দলের নেতা সোহাগ,শুভ,শাফিন,সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বক্তব্য দেন। মানববন্ধন থেকে স্লোগান দেওয়া হয় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত‘ধর্ষকের ঠিকানা, এ বাংলায় হবে না ইত্যাদি। এসময় শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের ফাঁসি চাই, আইনের কঠোর প্রয়োগ চাই, সারা বাংলা খবর দে ধর্ষকদের কবর দে,নারী নিপীড়ন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়।