
আজ ২২শে-জুলাই,২০২৫ইং
মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ দোয়া মাহফিল ও এক মিনিট নিরবতা পালন করা হয়। কলেজের দুর্ঘটনায় নিহতদের স্মরণে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে দোয়া ও এক মিনিট নিরবতা পালন।
আজ সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়র প্রধান শিক্ষক মো:জামালউদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক মোঃ সোহাগ আহম্মেদ, উক্ত অনুষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আল- আমিন স্যারসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সেই প্রার্থনা জানিয়ে সকলকে মানবিক ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।