
দুমকিতে মৎস্য সম্পদ রক্ষায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারাল এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প(মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে নদী,খাল,ও বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়।রবিবার (২৭ জুলাই)-রাজাখালী, চরবয়রা ও জলিশা এলাকা থেকে ২৩টি নিষিদ্ধ চাইনিজ দুয়ারী জাল জব্দ করা হয়। এসব জালের বাজার\\’মূল্য প্রায় ১ লাখ টাকা।
পরবর্তীতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা- দৈনিক “প্রতিচ্ছবি\\’কে” জানান, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল ব্যবহার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে, স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় ওঠে। পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা।