
নড়াইল জেলার লোহাগড়া থানায় ২ আগষ্ট দায়ের কৃত ডাকাতি মামলার ২ নং আসামি নড়াইল জেলার এনপিপির নেতা বলে জানাগেছে। গত ২ আগষ্ট শনিবার গভীর রাতে লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময়েই আন্তর্জাতিক ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ওই দিনই নড়াইল আদালতে প্রেরন করেন।
সুত্রে জানাগেছে লোহাগড়া থানার দায়েরকৃত ডাকাতি মামলা নং- ২, তারিখ ২আগষ্ট ২০২৫ ইং এর এজাহার নামীয় দুই নং আসামি লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে পাংখারচর গ্রামের দিদার কাজির ছেলে অমিত কাজি (২৮)। সুত্রে আরো জানাগেছে অমিত কাজি জাতীয় নাগরিক পার্টি, (NCP) নড়াইল জেলার নেতা। ১০ জুলাই নড়াইল জেলার এনসিপির পদযাত্রা সমাবেশে মঞ্চে এনসিপির দক্ষিণ বঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার পিছনে দাড়িয়ে আছে। এঘটনায় এলাকায় তুমুল আলোচনা সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের সাথে সাংবাদিকদের কথা হলে তিনি বলেন বিষয়টি আমি শুনেছি। তবে আমি খোঁজ খবর নিয়ে সঠিক তথ্য আপনাদের জানাবো।