
পাবনার আতাইকুলা থানার, আর- আতাইকুলা ইউনিয়নের অন্তর্গত,কাজীপাড়ায় অবৈধ চায়না দোয়ারী জাল কারখানা অভিযান পরিচালনা করেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. রিজু তামান্না। রবিবার ৩ আগস্ট বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ অভিযান।এ সময় বিপুল পরিমাণ জাল তৈরির সরঞ্জাম সহ আনুমানিক ২০লক্ষাধিক টাকার জাল জব্দ করে, জনসম্মুখে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসনের অভিযান বুঝতে পেরে জাল তৈরির কারিগরা দ্রুত পালিয়ে যায়।কারখানার মালিকের ছেলে৷মোঃনাজমুস সাকিব,(২২)পিতা,রতন পরামানিক,সাং কাজিপুর আর-আরতাইকুলা,জাল ব্যবসাহীকে আটক করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়, এবং নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. রিজুতামান্না বলেন, এ ধরনের জালে অতি সূক্ষ্ম ছিদ্র হওয়ায় মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পরে আর বের হতে পারে না। মৎস্য আইনে এ ধরনের সূক্ষ্ম ছিদ্রের জাল তৈরি,ব্যবহার ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন দেশি অনেক প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। প্রাণিজ আমিষ এর সিংহভাগই মৎস্য সম্পদ থেকে আশে। কিন্তু রিং জাল, কারেন্ট জাল প্রজনন মৌসুমে মাছ আহরণ ইত্যাদি কারনে বিভিন্ন প্রজাতির মাছ আজ বিলুপ্তির দ্বার প্রান্তে। সকল শ্রেণীর জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করতে মৎস্য বিভাগের বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন আর-আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,এ,কে,এম হাবিবুল ইসলাম, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।