০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তাহিরপুরে বিশেষ অভিযানে অবৈধ জাল জব্দ

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিল্লা এলাকায় আজ (০৩ আগস্ট ২০২৫) সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সকাল ১১:৩০টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়নের মানিকখিল্লা এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ২০ হাজার মিটার রিং চাই এবং ২ হাজার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি চাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জালসমূহ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানোর নির্দেশনা প্রদান করেন।এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও পরিবেশ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য ও জেলেদের স্বার্থ রক্ষা করা হবে। অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

গাজার উপর ইসরায়েলের স্থল ও আকাশপথে একযোগে হামলা

তাহিরপুরে বিশেষ অভিযানে অবৈধ জাল জব্দ

পোস্ট হয়েছেঃ ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিল্লা এলাকায় আজ (০৩ আগস্ট ২০২৫) সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সকাল ১১:৩০টার দিকে তাহিরপুর উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়নের মানিকখিল্লা এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ২০ হাজার মিটার রিং চাই এবং ২ হাজার প্লাস্টিক বোতল দিয়ে তৈরি চাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। জব্দকৃত অবৈধ জালসমূহ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানোর নির্দেশনা প্রদান করেন।এ বিষয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, মাছের প্রাকৃতিক প্রজনন ও পরিবেশ রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। সরকার এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হাওরের জীববৈচিত্র্য ও জেলেদের স্বার্থ রক্ষা করা হবে। অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।