০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

পটুয়াখালীর বাউফলে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। এর নেতৃত্বে দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ।মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এসএম ইউসুফ একজন বিতর্কিত ব্যক্তি। আমাদের জুলাই বিপ্লবের বিজয় মিছিলে তার অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হয়েছে। সে কিভাবে মিছিলে এলো তা তদন্ত করে দেখা উচিত।
বিষয়ে ইসলামী আন্দোলন বাউফল উপজেলার সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, এই সংগঠনে কিছু দুর্নীতিবাজ টাউট বাটপার প্রবেশ করেছে। এ কারণে আমি সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছি। আমি টানা ৭ বছর এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে কিছু চাটুকার প্রবেশ করার কারণে মনের কষ্টে এই পদ থেকে অব্যাহতি নিয়েছি। বর্তমানে বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে।
আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ বলেন, এ বিষয়ে আমি মোবাইলে কোনো বক্তব্য দেব না। মাগরিবের নামাজের পর আপনি গোলাবাড়ি এলে আমি সামনা সামনি বক্তব্য দেব।
বাউফল শাখার আহ্বায়ক আবুল হোসেন বলেন, এমনেই তিনি এসেছেন।এসএম ইউসুফ বর্তমানে চরমোনাইয়ের সঙ্গে কাজ করে। আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি চরমোনাইয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন। কোনো পোস্ট পজিশন দেওয়া হয়নি তাকে।
ট্যাগঃ
প্রতিনিধির তথ্য

জনপ্রিয় পোস্ট

অষ্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজয় র‍্যালি অনুষ্ঠিত

বাউফলে আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

পোস্ট হয়েছেঃ ০৯:৩৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
পটুয়াখালীর বাউফলে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। এর নেতৃত্বে দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ।মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এসএম ইউসুফ একজন বিতর্কিত ব্যক্তি। আমাদের জুলাই বিপ্লবের বিজয় মিছিলে তার অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হয়েছে। সে কিভাবে মিছিলে এলো তা তদন্ত করে দেখা উচিত।
বিষয়ে ইসলামী আন্দোলন বাউফল উপজেলার সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, এই সংগঠনে কিছু দুর্নীতিবাজ টাউট বাটপার প্রবেশ করেছে। এ কারণে আমি সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছি। আমি টানা ৭ বছর এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে কিছু চাটুকার প্রবেশ করার কারণে মনের কষ্টে এই পদ থেকে অব্যাহতি নিয়েছি। বর্তমানে বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে।
আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ বলেন, এ বিষয়ে আমি মোবাইলে কোনো বক্তব্য দেব না। মাগরিবের নামাজের পর আপনি গোলাবাড়ি এলে আমি সামনা সামনি বক্তব্য দেব।
বাউফল শাখার আহ্বায়ক আবুল হোসেন বলেন, এমনেই তিনি এসেছেন।এসএম ইউসুফ বর্তমানে চরমোনাইয়ের সঙ্গে কাজ করে। আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি চরমোনাইয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন। কোনো পোস্ট পজিশন দেওয়া হয়নি তাকে।