
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দেশীয় তৈরি এলজি, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং তিনটি মোটরসাইকেলসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের সময় সন্দ্বীপ থানাধীন সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এবং সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সফিকুল আলম চৌধুরীর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন এসআই চয়ন দাশ গুপ্ত, এসআই মাজহারুল ইসলাম, এসআই মো. বাবর আলী, এসআই উত্তম রায় চৌধুরীসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স।
অভিযানে জনৈক অমূল্য সেরাংয়ের বসতঘরের দক্ষিণ পাশ থেকে গ্রেফতার করা হয়:
১। মো. হান্নান (পিতা: মৃত মোজাম্মেল হোসেন), সাং-মুছাপুর, ওয়ার্ড-০৩, থানা-সন্দ্বীপ
২। মো. আরমান (পিতা: মো. সোলেমান), সাং-সারিকাইত, ওয়ার্ড-০৫, থানা-সন্দ্বীপ।
গ্রেফতারকৃত হান্নানের পরিহিত প্যান্টের কোমর থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি সোহেলের ভাড়াকৃত দোকানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ ক্ষুদ্র যন্ত্রাংশ, ৫ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির যন্ত্রপাতি এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি এবং পলাতকদের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ অস্ত্র নির্মাণ ও মজুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।