
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আলামিন শিকদার (৩৩) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আলামিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে। কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল জানিয়েছেন, শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে আলামিনকে তার স্ত্রীর সাবেক স্বামী মোঃ আসাদুল কুপিয়ে হত্যা করে। আসামি ঝিনাইদহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যায়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ে করায় আসাদুল ক্ষুব্ধ ছিল এবং এই কারণেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে ও প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।